বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের এসি বিকল, চলে না ফ্যান
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সবগুলো এসি এক মাস ধরে বিকল, চলে না ফ্যানগুলোও। শীতল বাতাসের ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভ্যাপসা গরমে, আগুনে পোড়া রোগীদের ক্ষতস্থানে বাড়ছে ইনফেকশন। আর এ’ কারণে গত একমাসে মারা গেছেন ৭ রোগী। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানিয়েও ফল মিলছেনা।
উত্তরাঞ্চলে আগুনে পোড়া রোগীদের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগ। সেখানের যে প্রধান কাজ- আবদ্ধ কক্ষে রোগীদের ঠান্ডা পরিবেশে রাখা, সেটিই হচ্ছে না এক মাস হলো।
এ ওয়ার্ডের ৮টি এসি’র সবগুলোই নষ্ট। ফ্যানগুলোও চলে না। সেখানে ভর্তি আগুনে পোড়া রোগীদের এখন দুর্বিষহ অবস্থা।
গত একমাসে ইনফেকশন জনিত কারণে ৭ রোগীর মৃত্যু হয়েছে এখানে। পরিচর্যাকারীরা বলছেন, রোগীদের ক্ষতস্থানে নিয়ম মেনে ওষুধ দেয়া হচ্ছে, তবে ওয়ার্ডের পরিবেশ শীতল না হওয়ার ক্ষতের উন্নতি হচ্ছে না।
এছাড়া ওয়ার্ডের বেসিন-টয়লেটও যথেষ্ট অপরিচ্ছন্ন।
রোগীদের দূর্ভোগের কথা স্বীকার করেছেন বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রারও। নষ্ট এসি-ফ্যানগুলো চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।
আগুনে পোড়া এখানের রোগীদের দূর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্বজনদের।