ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা এবং বান্দরবানে অর্ধদিবস হরতাল পালন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

রাঙামাটিতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িতদের শাস্তি এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এছাড়া, বান্দরবানে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতালের কারণে রাঙামাটিতে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। শহরের বনরূপাসহ কয়েকটি স্থানে হরতাল সমর্থনকারীদের পিকেটিং করতে দেখা গেছে। এদিকে, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বান্দরবানে শান্তিপূর্ণভাবে পালিত হয় অর্ধদিবস হরতাল। তিন পার্বত্য জেলায় হরতাল ডাকা হলেও, খাগড়াছড়িতে শনিবার রাতে প্রত্যাহার করা হয়। এদিকে, যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যা ও মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন ২ জনকে শনিবার খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মোটর সাইকেল উদ্ধার করা হয়। আর পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।