যুক্তরাজ্যে সরকার গঠনে কনজারভেটিভ পার্টিকে আনুষ্ঠানিক সমর্থন
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার
যুক্তরাজ্যে সরকার গঠনে কনজারভেটিভ পার্টিকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে ডেমোক্র্যাটিক ইউনিয়ানিস্ট পার্টি- ডিইউপি।
স্থানীয় সময় শনিবার রাতে বেলফাস্টে ডিইউপি নেতাদের সঙ্গে বৈঠক করেন কনজারভেটিভ পার্টির নেতারা। পরে এ’ ব্যাপারে ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, ব্রেক্সিট ও অর্থনৈতিক ইস্যুতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দু’পক্ষই একমত হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ’ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এদিকে, সমঝোতার ব্যাপারে এখনই জনগণকে বিস্তারিত না জানানোর আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা টিম ফ্রেরন। অন্যদিকে, থেরেসা মে’র সরকার গঠনের উদ্যোগকে প্রতিহত করতে যা যা প্রয়োজন, তাই করার ঘোষণা দিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।