ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৪ মে ২০২১ শুক্রবার | আপডেট: ১২:৩৯ পিএম, ১৪ মে ২০২১ শুক্রবার

ধর্মীয় ভাবগাম্ভির্য ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আজ সারদেশে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদদাতারা জানান-
ময়মনসিংহ : 
সকাল ৮টায় কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ বিভাগীয়-জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লিগন এ জামাতে অংশ গ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন।এ ছাড়া নগরীর জামিয়া ইলামিয়া, চকবাজার জামে মসজিদ, মার্কাজ মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য মসজিদ ও উপজেলার বিভিন্ন ঈদগাহে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

জয়পুরহাট : 
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চিনিকলে বরাবরের মতো দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় প্রথম জামাত ও ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কেন্দ্রিয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়। এখানে ঈমামতি করেন জয়পুরহাট সিদ্দিকীয় মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন। পুলিশ লাইন মসজিদে সকাল ৯ টায়, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিয়তে আহলে হাদিস মসজিদে সকাল সাড়ে ৭ টায়, পর্ব বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, নতুনহাট বায়তুন মামুর মসজিদেও এবার সকাল ৭ টায় প্রথম জামাত এবং পরে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবার মুসল্লিরা মসজিদে ঈদের নামাজ আদায় করেন বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। করোনা সংক্রমনের আশংকা থাকায় মসজিদের বাইরে খোলা মাঠ বা ঈদগাহে এবার কোন ঈদ জামাত হয়নি বলেও জানান তিনি। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় বিশেষ মুনাজাত করা হয়।

নড়াইল : 
সকাল ৭টায় নড়াইল কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. ওয়াকিউজ্জামান। এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ। সকাল সাড়ে ৭টায় সদর থানা মসজিদ, জমিদারবাড়ি ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, পুরাতন বাসাটার্মিনাল মসজিদ, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ, আলাদাতপুর জামে মসজিদ, ভওয়াখালী উত্তরপাড়া জামে মসজিদ, বিজয়পুর ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, ভাদুলীডাঙ্গা ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদ, আবু হুরায়া (রা.) জামে মসজিদ ও উপজেলা পরিষদ জামে মসজিদ। সকাল ৮টায় রুপগঞ্জ বাজার জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, বরাশুলা ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, মহিলা মাদরাসা ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, ভওয়াখালী ঈদগাহ ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, আনসার অফিস ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, মাছিমদিয়া ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, মহিষখোলা জামে মসজিদ ও পুরাতন রেজেষ্ট্রি অফিস জামে মসজিদ।

এছাড়াও ফেনী, লক্ষীপুর, কুমিল্লায় যথাযথভাবে ঈদেও নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : বাসস
এস/