ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

স্যান মেরিনোকে ৭-০ গোলে হারিয়েছে জার্মানি

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৩৯ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে সান্দ্রো ভাগনারের হ্যাটট্রিকে দুর্বল প্রতিপক্ষ স্যান মেরিনোকে ৭-০ গোলে হারিয়েছে জার্মানি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০৪ নম্বরের দল স্যান মেরিনোর বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চারবারের চ্যাম্পিয়নরা। ১১ মিনিটে উইলিয়ান ড্রাক্সলার, ১৬ ও ২৯ মিনিটে সান্দ্রো ভাগনার আর ৩৮ মিনিটে চতুর্থ গোলটি করেন আমিন ইউনেস। দ্বিতীয়ার্ধেও আরো তিনটি গোল করলে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। এরআগে, গত নভেম্বরে স্যান মেরিনোর মাঠে ৮-০ গোলে জয় পেয়েছিলো জার্মানরা।