আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আফগানিস্তান
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আফগানিস্তান।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়ে ১-০তে এগিয়ে রয়েছে আফগানিস্তান। আর দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা। এদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের সামনে। এরআগে, তিন ম্যাচ টি-টোয়েন্টিতে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ের ধারাবাহিকতা এই ম্যাচে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা।