ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

লিগ শিরোপা ঘরে তুলল বেসিকতাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৬ মে ২০২১ রবিবার

তুর্কি সুপার লিগ শীরোপা জয়ের পর বেসিকতাসের উদযাপন

তুর্কি সুপার লিগ শীরোপা জয়ের পর বেসিকতাসের উদযাপন

তুর্কি সুপার লিগ-২০২১ চ্যাম্পিয়ন হলো বেসিকতাস। শনিবার রাতে লিগের শেষ ম্যাচে গোস্টেপকে তাদের মাঠে ২-১ ব্যাবধানে পরাজিত করে ২০২০-২১ মৌসুমের বিজয়ী হিসাবে শিরোপা ঘরে তোলে ব্ল্যাক ঈগলসরা।

ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ডোমাগোজ ভিদার গোলে খেলার দশম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বেসিকতাস। যদিও ২৪তম মিনিটে আলপাসলান ওজতুর্কের গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

তবে, হাল ছাড়েনি বেসিকতাস। ৬৯তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোল আদায় করে বেসিকতাসকে ২-১ গোলে এগিয়ে দেন দলটির আলজেরিয়ান উইঙ্গার রশিদ ঘেজল। শেষমেষ আর কেউ গোলের মুখ না দেখায় ২-১ ব্যবধানেই জয়লাভ করে মাঠ ছাড়ে বেসিকতাস। এর আগে ২০১৭ সালে শীরোপা জিতেছিল তারা।

এবারের তুর্কি সুপার লিগ শীরোপা জয়ের পথে ৪০ ম্যাচে ৮৪ পয়েন্ট অর্জন করেছিল ব্ল্যাক ঈগলসরা। তাদের সমান ৮৪ পয়েন্ট নিয়েও শিরোপা বঞ্চিত হতে হয় গালাতাসারয়কে। মূলত গোল ব্যবধানেই পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থান অধিকারীরা। বেসিকতাসের গোল গড় ছিল ৪৫, গালাতাসারয়ের চেয়ে একটাই বেশি। যা লায়নদের পক্ষে বেসিকতাসকে পরাস্ত করা যথেষ্ট ছিল না।

এনএস/