ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মেসিডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার

রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে রাতে মেসিডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন।
বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে এই ম্যাচ। ইউরোপ অঞ্চলের গ্র“প জি থেকে ৫ ম্যাচে ৪টিতে জয় ও একটিতে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। আর মেসিডোনিয়ার একটিতে জয় ও ৪টিতে হারে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে গ্র“প টেবিলের তলানিতে। দুদলের শেষ লড়াইয়ে স্পেনের মাঠে ৪-০ গোলে জয় পেয়েছিলো ফিফা র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর দলটি। প্রতিপক্ষের মাঠে শেষ লড়াইয়ে হারলেও এবার ঘরের মাঠে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চায় মেসিডোনিয়া।