উভয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারিয়েছে
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১১ জুন ২০১৭ রবিবার
সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯৩টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৬৯ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২০ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪০টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।