বিষ দিয়ে মাছ নিধন, দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার
ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার হাড়িখালী গ্রামের মাছের ঘেরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তা এহসানুল হক মাহাবুবসহ এলাকাবাসী অংশ নেন।
গত ৭ মে রাতের আঁধারে ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন তরুণ উদ্যোক্তা এহসানুল হক মাহাবুব। মামলার পরেও পুলিশ কাউকে শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ঘেরের মালিক এহসানুল হক মাহাবুব অভিযোগ করেন, তিনি ঢাকায় পড়ালেখা শেষে চাকরি না পেয়ে বাড়িতে আসেন। দীর্ঘদিন বেকার থাকার পরে গত বছর ১ একর জমিতে একটি মাছের ঘের করেন। এতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। লাভের মুখ দেখার আগেই শত্রুতাবশত তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
কেআই//