ভিডিও দেখতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৭ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে ইউটিউব ভিডিও দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে সাইফুল ইসলাম বিপুল (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শহরের শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল নারায়ণগঞ্জ জেলার গলাচিপা উপজেলার হেলাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি গত ২৮ রমজান ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।
নিহতের পরিবার জানায়, পাঁচতলা ভবনের ছাদে আত্মীয় স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিপুল। এসময় আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় বিপুলকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ভবন থেকে পড়ে এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাটির খোঁজ-খবর নিচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেআই//