বিশ্বে টিকা দেয়া হয়েছে দেড়শো কোটিরও বেশি ডোজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
বিশ্বে ছয়মাস আগে করোনার টিকা দেয়া শুরুর পর এ পর্যন্ত দেড়শো কোটিরও বেশি ডোজ শরীরে প্রয়োগ করা হয়েছে।
এএফপি’র হিসেবে থেকে এ তথ্য জানা যায়।
সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এএফপি’র হিসেব থেকে আরো জানা গেছে, মঙ্গলবার ১৫৩০ জিমএটি পর্যন্ত ২১০টি দেশে অন্তত ১৫০ কোটি ১৭ হাজার ৩৩৭টি ডোজ দেয়া হয়েছে।
এর তিন পঞ্চমাংশই দেয়া হয়েছে চীন (৪২১.৯ মিলিয়ন), যুক্তরাষ্ট্র (২৭৪.৪ মিলিয়ন) এবং ভারতে (১৮৪.৪ মিলিয়ন।
জনসংখ্যার হিসেবে সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে ইসরাইলে। প্রতি ১০ ইসরাইলীর ছয়জনই টিকার দুটি ডোজই পেয়েছে।
২৭ সদস্যভুক্ত ইউরোপীয় ইউনিয়নে এ পর্যন্ত ২০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এই ব্লকের মোট জনসংখ্যার ৩২ শতাংশ টিকা পেয়ছে।
এদিকে বিশ্বের ১১টি দেশ এখনও টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। এর ছয়টি আফ্রিকান দেশ। এসব দেশ হলো বুরকিনা ফাসো, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, ইরিত্রিয়া ও তাঞ্জানিয়া। বাকী দেশগুলো হলো ভানুতু, কিরিবিতি, উত্তর কোরিয়া, তুর্কেমিনিস্তান ও হাইতি।
এসএ/