হত্যা করা হয়েছে ম্যারাডোনাকে, ৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার
দিয়েগো ম্যারাডোনা
ফুটবল ইশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে রয়েছে বহু প্রশ্ন। তারই মাঝে তদন্ত শুরু হলো ৭ জনের বিরুদ্ধে। ম্যারাডোনাকে পরিকল্পনা মাফিক খুন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আদালত সূত্রে এমনটাই খবর মিলেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাঁদের।
গত বছরের ২৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা। জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। পরে তাঁর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই জানা গিয়েছে, তাঁর চিকিৎসায় গাফিলতি হয়েছে।
অভিযুক্তদের দেশ ছাড়তে বারণ করা হয়েছে। ম্যারাডোনার দুই মেয়ে শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পরই মূলত ম্যারাডোনার শরীর আরও খারাপ হয়। আর এ জন্য লুককে দায়ী করেন ম্যারাডোনার দুই কন্যা।
এনএস/