২৬ কার্যদিবসে ৮২,৯৪৩ মামলায় জামিন নিষ্পত্তি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার
সারাদেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৮২,৯৪৩ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়ালি শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে গতকাল ২০ মে পর্যন্ত মোট ২৬ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৮২৯৪৩ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এবং মোট ৪৪ হাজার ৮০ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে বের হয়েছেন। এই ২৬ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৮৮ জন।
সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, গতকাল ২০ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২৪৬৭টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এবং ১২৫৩ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে ভার্চুয়ালি উপস্থিতিতে মামলার শুনানি চলছে।
এসি