ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শিল্পী খালিদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ২২ মে ২০২১ শনিবার

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকার খালিদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সুরসাধক খালিদ হোসেন। পরে ১৯৬৪ সালে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

খালিদ হোসেন নজরুল ইনস্টিটিউটে নজরুলগীতির আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য ছিলেন। খালিদ হোসেনের গাওয়া ছয়টি নজরুলসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। পাশাপাশি ইসলামী গানের ১২টি অ্যালবামও প্রকাশ পেয়েছে গুণী এই শিল্পীর কণ্ঠে। 

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে খালিদ হোসেন একুশে পদকে ভূষিত হন। এ ছাড়াও নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন তিনি।
এসএ/