রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের কারন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি
প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১০ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার
রাজধানীর বনানীতে ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে অগ্নিকাণ্ডের কারন নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। গ্যাস পাইপ লাইন লিকেজের জন্য ভবনের বাসিন্দারা দুষছেন তিতাস কতৃপক্ষকে। আর তিতাস দুষছে সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুঁড়িকে। ঘটনার সময় দমকল কর্মীরা পুরো ভবন থেকে সবাইকে উদ্ধার করলেও, আহত হয় ৩ জন।
শুরুতে বিস্ফোরন, পরে আগুন। বনানী ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ি মুহূর্তেই যেনো আতঙ্কপুরী।
৬ তলা ভবনের সব তলাতেই কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ছয়তলা আর দোতলার বেলকোনির দেয়ালও ধ্বসে গেছে আগের রাতের বিস্ফোরনে। ভবনের বাসিন্দাদের অভিযোগ, তিতাসের গ্যাস সরবরাহ লাইনের ত্রুটিই আগুন লাগার কারন, যাতে সর্বস্ব হারাতে হয়েছে তাদের।
অগ্নিকান্ডের পর থেকে দূর্ঘটনাস্থলে কাজ করছে তিতাস। তারা বলছে, উত্তর সিটি কর্পোরেশনের কাজের জন্যই গ্যাস লাইনের ত্রুটি।
তবে, সিটি মেয়র বলছেন, যথাযথ তদন্ত হলেই জানা যাবে আগুন লাগার আসল কারন।
রাজধানীর উন্নয়ন মূলক কর্মকান্ডে সব সংস্থার সম্বন্নয় থাকলে এমন দূর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন বাসিন্দারা।