ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিরল প্রজাতির তক্ষকসহ বাবা-ছেলে আটক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১ এএম, ২৩ মে ২০২১ রবিবার

মাদারীপুরের রাজৈর থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করছে মাদারীপুর র‌্যাব। এসময় অবৈধভাবে তক্ষক রাখা ও পাচারের চেষ্টা করার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করা হয়।

শনিবার (২২ মে) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে অভিযান চালায় মাদারীপুর র‌্যাব। 

এসময় নয়াকান্দি গ্রামের মো. নূর-আলম মোল্লার বাড়িতে তল্লাসী চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করে। তক্ষকটি অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করছেন র‌্যাব কর্মকর্তারা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর-আলম মোল্লা ও তার ছেলে বাবু মোল্লাকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামী বাবা ও ছেলেকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষকটি মাদারীপুর জেলার রাজৈর বন বিভাগের মাধ্যমে এটি বনে অবমুক্ত করা হয়।

এএইচ/