ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

নিত্যপন্যের বাজারে দাম বেড়েছে সবজি, পেয়াঁজ, ভোজ্যতেল ও মসুর ডালের

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার

রাজধানীর নিত্যপন্যের বাজারে দাম বেড়েছে সবজি, পেয়াঁজ, ভোজ্যতেল ও মসুর ডালের । গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ফার্মের মুরগীর দাম। বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে আমদানি কম। তাই সবজির দাম চড়া। সরবরাহ বাড়লে দাম কমে যাবে বলে জানান তারা। bazerবাজারে ক্রেতা বিক্রেতার দর কষাকষি নতুন কিছু নয়। কাওরান রাজারে গেল সপ্তাহের তুলনায় সবজি দাম কিছুটা বাড়তি। অসন্তুষ্ট ক্রেতারা। পেয়াঁজের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা। বেড়েছে বেগুন, চিচিঙ্গা টমোটো করলাসহ অনান্য সবজির দামও। বিক্রেতাতের দাবি আমদানি কম, তাই দাম বাড়তি। এদিকে দাম বেড়েছে খোলা ভোজ্যতেল ও ডালের। সোয়াবিন তেল কেজি প্রতি বেড়েছে ৭ টাকা আর ডাল ৫ টাকা । মাছের বাজার অনেকটা স্থিতিশীল। খাসী ও গরুর মাংশের দাম না বাড়লেও বয়লারের দাম কেজিতে বেড়েছে ১০টাকা। পাইকারি বাজারের সাথে সামঞ্জস্য ও বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তা- ক্রেতারা।