ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবে ভোলায় ঝড়ো বাতাস, নদী উত্তাল
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার উপকূলীয় এলাকার নদ-নদী। তবে আবহাওয়া এখনও স্বাভাবিক রয়েছে। উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার নৌকা। উপকূলের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে কোস্টগার্ডের সদস্যরা ও সিপিপির সেচ্চাসেবীরা।
আজ সোমবার (২৪ মে) দুপুরের দিকে সদরের তুলাতলী, ইলিশাসহ বিভিন্ন পয়েন্ট এ প্রচারণা চালায় তারা।
অপরদিকে ভোলায় উপকূলের ৩ লাখ ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে জেলা প্রসাসন। জেলার সাত উপজেলার ৪০টি দ্বীপচরকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের আশ্রয় কেন্দ্রে আনার এ প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
তিনি জানিয়েছেন, ঝড় মোকাবেলায় জেলার ৭০৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৭৬টি মেডিকেল টিম। অন্যদিকে সিপিপি'র ১৩ হাজার সেচ্চাসেবী ছাড়াও রেডক্রিসেন্ট এবং স্কাউটস কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম।
ঘূর্ণিঝড়ে যাতে উপকূলীয় জেলা ভোলায় ক্ষয়ক্ষতি কম হয় সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, প্রতিবন্ধী, নারী ও শিশুদের নিরাপত্তায় আলাদা টিম গঠন করা হবে। প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসের ১৪টি টিম ও স্বাস্থ্য বিভাগের ২০০ কমিউনিটি ক্লিনিকও।
এএইচ/