মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার তাহের ও ননীর মৃত্যুদণ্ডাদেশ
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:১৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার রাজাকার কমান্ডার মো. ওবায়দুল হক তাহের ও রাজাকার আতাউর রহমান ননীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তকের সুযোগ নেই, এটি মিমাসিংত বিষয় ।
মানবতা বিরোধী অ পরাধের ছয়টি অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নেত্রকোনার রাজাকার কমান্ডার তাহের ও রাজকার ননীর রায় পড়া শুরু করেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর ট্রাইব্যুনাল। রায়ে ছয়টি অভিযোগের মধ্যে ৩নম্বর অভিযোগ ১৩জনকে হত্যা ও গনহত্যা এবং ৫ নম্বর অভিযোগ ৬জনকে অ পহরন ও হত্যার অভিযোগে তাদের ফাঁসির আদেশ দেওয়া হয়। ১ ও ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সর্বোচ্চ দন্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। আসামী দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা ফারায়িং স্কোয়াডেও এই মৃত্যুদন্ড কার্যকরা করার নির্দেশ রয়েছে এই রায়ে।
অন্যদিকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছে আসামী পক্ষ।
গত বছরের ৫ই এপ্রিল প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে তাহের-ননীর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করে ট্রাইব্যুনাল। এদিকে এই দুই যুদ্ধাপরাধীর রায়ে আনন্দ মিছিল করেছে নেত্রকোনাবাসী।