ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেঘনার পানি বিপদসীমার উপরে, ডুবে গেছে ৩০ চর (ভিডিও)

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার | আপডেট: ০৩:২০ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

ভোলায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে অন্তত ৩০টি দ্বীপচর। পানি বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বুধবার (২৬ মে) দুপুরের পর এসব এলাকা তলিয়ে যায়।

ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে নদী উত্তাল রয়েছে। এতে উপকূলের চরাঞ্চল তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাসহ বিস্তির্ণ এলাকা ডুবে আছে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। উপকূলে আতংক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেল্টার সেন্টারে। 

এছাড়া ঢালচর, কুকরী-মুকরী, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল ও কলাতলীর চরে ৩ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাসের পানি উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার জানান, বাঁধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো তলিয়ে গেছে। 

ভিডিওতে দেখুন- 

এনএস/