ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

‘কোভিড-১৯ সম্ভবত কোন ল্যাব থেকে ছড়িয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

করোনা ভাইরাস কোভিড-১৯ মূলত উহান থেকেই ছড়িয়েছে বলে জানিয়েছেন স্কট গটলিয়েব। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশনের এই সাবেক প্রধান সিএনবিসিকে সম্প্রতি এ সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন। এই প্রতিবেদনগুলোয় বলা হয়েছে ২০১৯ সালের নভেম্বরে উহান ল্যাবের তিনজন গবেষক কোভিডের মতো অসুস্থতা নিয়ে হাসপাতালের দ্বারস্থ হন। 

স্কট গটলিয়েব বলেন, ‘এক বছর আগে অনেকেই বলেছেন ভাইরাসটি সম্ভবত প্রকৃতি থেকেই এসেছে, ল্যাব থেকে নয়। এক বছর আগে এ ধরনের বক্তব্য অনেক অর্থবহন করেছিলো কারণ সেসময় এধরনের পরিস্থিতি ছিলো। তবে আমরা ভাইরাসটির সত্যিকারের কোন উৎস খোঁজে পাই নি।’

এমনকি ভাইরাসটি যে কোন প্রাণীর মাধ্যমে ছড়িয়েছে বিজ্ঞানীরাও তার কোন পোক্ত প্রমাণ দেখাতে পারেন নি বলে গটলিয়েব জানান। তিনি বলেন, সারস ও মারস করোনা ভাইরাসগুলো যে প্রাণী থেকে ছড়িয়ে পড়েছিলো গবেষকরা তা শনাক্ত করতে পেরেছিলেন। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার কারণ শনাক্ত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি চেষ্টার কোন অভাব নয়। এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান করা হয়েছে।’

পূর্বে অপ্রকাশিত এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দেখা গিয়েছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা অসুস্থ্য হয়ে পড়ার পর হাসপাতালের দ্বারস্থ হয়। এই প্রতিবেদনটির তথ্য উদ্বৃত করে ওয়ালস্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে ‘তাদের মধ্যে কোভিড-১৯ এবং সাধারণ ঋতুগত অসুস্থ্যতার লক্ষণ বিদ্যমান ছিলো।’ 

গটলিয়েব বলেন, অনেকগুলো প্রতিবেদনে যে প্রমাণ পাওয়া গিয়েছে তা ভাইরাসটি ল্যাব থেকে ছড়িয়েছে এমন থিওরিকে সমর্থন করে। তিনি আরো বলেন, তবে এখন পর্যন্ত এ বিষয়টি আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। চীনে হুইসেলব্লেয়ার (তথ্য ফাঁসকারী) অথবা শাসনব্যবস্থা পরিবর্তিত না হলে ল্যাব ফাঁসের হাইপোথিসিস সমর্থন করার মতো প্রমাণ প্রকাশ হবে না। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভাইরাসটি সম্ভবত কোন প্রাণীর মাধ্যমে ছড়িয়েছে। কিন্তু গত সপ্তাহে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টেশনের পরিচালক ড. রশেল ওয়ালনেসকি স্বীকার করেন যে ভাইরাসটি গবেষনাগারের ‘একটি সম্ভাবনা’ থেকে উদ্ভব হতে পারে। তিনি আরো বলেন, যদিও বেশিরভাগ করোনা ভাইরাস প্রাণীর মাধ্যমে ছড়ায়। 

উল্লেখ্য, ভারাইসটির উদ্ভব সম্পর্কে আরো অনুসন্ধান করতে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা খুব শিগগিরই একত্রিত হতে যাচ্ছেন। 
সূত্র: সিএনবিসি

এসি