ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৬ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানা যায়, ফৌজিয়া মালেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি পরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি আগে থেকেই অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার অ্যাজমার সমস্যা আরও বেড়ে যায়। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসি