ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নিম্নচাপের কারণে কক্সবাজারে টানা বৃষ্টি

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৮ পিএম, ১২ জুন ২০১৭ সোমবার

উত্তর- পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজারে টানা বৃষ্টি হচ্ছে। নৌবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
দমকা হাওয়ার পাশাপাশি উত্তাল রয়েছে সমুদ্র। আবহাওয়া অফিসের তথ্য মতে, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬৮ মিলিমিটার। স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রের পানি এক থেকে দুই ফুট বেড়েছে। জোয়ারের পানিতে কক্সবাজার সদরের খুরকুশকুল, চৌফদন্ডী, গোমাতলী, পোকখালী, পেকুয়ার মাগনামা, উজানটিয়াসহ মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের বেশকিছু নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।