ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এবার বদলি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

পুলিশের ১৩ জন উপ-পরিদর্শকের বদলির পর এবার বদলি করা হলো ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে। পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মে) রাতে অতিরিক্ত পুলিশ সুপার রহিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

একই আদেশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে মো. মনিরুজ্জামানকে। তিনি র‌্যাবে অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কমর্রত ছিলেন।

গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের পর সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক ও উপ-পরিদর্শকদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে। ইতিমধ্যে জেলা পুলিশের ১৩ জন উপ-পরিদর্শককে অন্য জেলায় বদলি করা হয়েছে। 

এরা হচ্ছেন- জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন ও পরিদর্শক ইশতিয়াক আহমেদ। 

এবার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনকে বদলি করা হলো।

এএইচ/