ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

ইন্টার মিলানের নতুন কোচ হচ্ছেন ইনজাঘি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

সিমোনে ইনজাঘি

সিমোনে ইনজাঘি

লিগ জিতিয়েও অ্যান্তোনিও কন্তের আকস্মিক প্রস্থানের পর হতবাক হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু অল্প সময়ের মধ্যেই বিকল্প খুঁজে নিল ইতালি চ্যাম্পিয়নরা। যেমনটা মনে করা হচ্ছিল ল্যাজিও কোচ সিমোনে ইনজাঘি দায়িত্ব নিতে পারেন লুকাকুদের, তেমনটাই ঘটতে চলেছে। আসন্ন মরশুমে অ্যান্তোনিও কন্তের স্থলাভিষিক্ত হচ্ছেন সিমোনে ইনজাঘি।

যদিও ইন্টার মিলানের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা এখনও করা হয়নি। তবে ২৭ মে ল্যাজিও তাদের কোচ হিসেবে ইনজাঘির সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। এরপরেই কার্যত ইন্টারে ইনজাঘির ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়। এদিন ল্যাজিওর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক শেষ হল ইনজাঘির। 

বৃহস্পতিবার তার ছেড়ে যাওয়া প্রসঙ্গে ল্যাজিও লিখেছে, ‘আমরা ম্যানেজারের এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। এর আগে একজন ফুটবলার হিসেবে উনি (ইনজাঘি) তার নাম ল্যাজিও পরিবারের সঙ্গে জুড়ে নিয়েছিলেন এবং অসংখ্য কৃতিত্বের সাক্ষী থেকেছেন।’

২০১৬ ল্যাজিওর দায়িত্ব নিয়ে ম্যানেজার হিসেবে তিনটি মেজর ট্রফি দিয়েছেন ইনজাঘি। যার মধ্যে ২০১৮-১৯ মরশুমে কোপা ইতালিয়া রয়েছে। তবে ২০২০-২১ মরশুমে চ্যাম্পিয়নস লিগে অংশ নিলেও সদ্য-সমাপ্ত মউসুমে সিরি এ-তে ষষ্ঠস্থানে শেষ করেছে তারা। ইন্টারে ‘কন্তে বিদায়’ না হলে ল্যাজিওর সঙ্গে আরও দু’বছর চুক্তি বাড়িয়ে নিতেন ইনজাঘি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার নয়া কোচ খুঁজতে হবে ল্যাজিওকে।

শুক্রবারই ইন্টারের সঙ্গে ইনজাঘি চূড়ান্ত চুক্তি করে ফেলবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ১১ বছর বাদে খেতাব দিয়েও বুধবার ইন্টার মিলানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্তোনিও কন্তে। চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও পারস্পরিক সম্মতিতে পদ ছেড়েছেন তিনি। 

এক বিবৃতিতে বুধবার ইন্টার জানায়, ‘ক্লাব অ্যান্তোনিওকে তার অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চায়। অ্যান্তোনিও কন্তে চিরকাল ক্লাবের অংশ হিসেবে রয়ে যাবেন।’ অর্থাভাবে ধুঁকতে থাকা ইন্টার মিলান আসন্ন মরশুমে বেশ কিছু ফুটবলারদের বিক্রি করে অর্থের সংস্থান করতে চাইছিল। পাশাপাশি কোচ কন্তে সহ ফুটবলারদের বেতন কমানোর কথাও জানিয়েছিল ক্লাবের মালিকপক্ষ সানিং হোল্ডিংস গ্রুপ।

আর খেতাব এনে দেওয়ার পরেও এই সিদ্ধান্তকে মোটেই সমর্থন করতে পারেননি কন্তে। সে কারণেই পারস্পরিক সম্মতিতে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। জিদানের পরিবর্তে কন্তেকে কোচ করতে পারে রিয়াল মাদ্রিদ।

এসি