অর্থ চুরি ঘটনা ধামাচাপা দিতেই আতিউর রহমানের মতো কাউকে বলির পাঠা বানানো হচ্ছে কিনা- ড. মিজানুর রহমান
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার
বাংলাদেশ ব্যাংকের রির্জাভের অর্থ চুরি ঘটনা ধামাচাপা দিতেই আতিউর রহমানের মতো কাউকে বলির পাঠা বানানো হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে তিনি আরো বলেন, এ ঘটনায় সেক্টরের সব্বোর্চ কর্তাকেও দায় নিতে হবে। এ সময় ড. মিজান বাংলাদেশ ব্যাংকের গর্ভনর নিয়োগের সমালোচনা করে বলেন, গভর্নর নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয় না অথচ ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয় কেন? এর পেছনে কি উদ্দেশ্য তা জাতি জানতে চায়। শিশুহত্যা বন্ধে এই মানবাধিকার কর্মী বলেন, শিশু হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ সমস্যার সমাধান হবে না। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে যথাযথ আইনের প্রয়োগ বাড়াতে হবে।