ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাজবাড়ীতে অসহায়দের মাঝে রিকশা-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৯ মে ২০২১ শনিবার

মুজিববর্ষ উপলক্ষে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়তে রাজবাড়ীতে অসহায়দের মাঝে ৪টি রিকশা, ১১টি ভ্যান ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্দ্যোগে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।

এতে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ গরিব-অসহায়রা।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকারি নির্দেশনা মেনে একটা শ্রেণির তালিকাভুক্তদের যেমন ঘর তুলে দেয়া হচ্ছে, তেমনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়তে আরেক শ্রেণিকে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি রিক্সা, ১১টি ভ্যান ও প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। 

এর আগে আরও ১২টি রিকশা দেয়া হয়েছে উল্লেখ করে আগামী ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই শেষে এসব মানুষদের এখানে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন দেয়া হয়।

এনএস/