সততা দিয়েই আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে- প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততা দিয়েই আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই। আন্দোলনের নামে বিএনপি-জামাতের জ্বালাও পোড়াও মোকাবেলা করে নির্বাচন করার ফলেই দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।
রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু কন্যা তার বাবা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরেন। ৭০ সালে জন্মদিন নিয়ে এক বিদেশি সাংবাদিকের প্রশ্নে বঙ্গবন্ধুর উত্তরেরও উদ্ধৃতি দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে প্রয়োজনীয় সব কাজেরই যে সূচনা করে গিয়েছিলেন তাতে এতো বছর পর বিষ্ময়ের কথাই তুলে ধরেন বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা।
স্বাধীনতার পরাজিত শক্তিকে পুনর্বাসনে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি জানান সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোরে অবস্থানে তার সরকার।
সততা দিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করার কারণেই পদ্মাসেতু নির্মানসহ দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও মোকাবেলা করে নির্বাচন করতে পারার কারণেই দেশের উন্নতি করা যাচ্ছে।