ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ইয়াসের জলোচ্ছ্বাসে ভেসে আসা অজগর লোকালয়, মেরেছে হাঁস-মুরগী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০১:২০ পিএম, ৩১ মে ২০২১ সোমবার | আপডেট: ০১:২১ পিএম, ৩১ মে ২০২১ সোমবার

মোংলার একটি বসত বাড়ির হাঁস-মুরগীর খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওই সাপটি ইতিমধ্যে মেরে ফেলে ফেলেছে খোপের ৫টি হাঁস ও ২টি মুরগী।

সোমবার (৩১ মে) সকাল ৯টায় উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাসেল হাওলাদারের বাড়ির খোপে অজগর সাপটিকে দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেয়। পরে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা খোপ থেকে অজগরটি উদ্ধার করে।  

বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের ষ্টাফ মোঃ মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত অজগরটি ওজন ১২ কেজি, লম্বায় ৯ ফুট। পরে অজগরটিকে বনে ছেড়ে দেয়া হয়েছে। 

ইয়াসের জলোচ্ছ্বাসে অজগরটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বনবিভাগ।

এএইচ/