ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

চীনে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটরা খুঁজছে গৃহকর্মীর কাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৩১ মে ২০২১ সোমবার

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে চীনের স্নাতক পাস শিক্ষার্থীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশটির নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট গৃহকর্মী হিসেবে চাকরির জন্য আবেদন করেছেন। এ ঘটনার পরই বিষয়টি সবার সামনে এসেছে।

ইওর ট্রাস্ট হোম সার্ভিস নামে সাংহাইভিত্তিক গৃহকর্মী নিয়োগ দানকারী একটি কোম্পানি ওই যুবকের সিভি প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট এ  তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ওই চাকরিপ্রার্থীর গৃহকর্মীর হিসেবে আবেদনের খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা।’

একজন লিখেন, ‘দয়া করে সিনহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের মতো সর্বাধিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর কথা মনে করুন। এমন প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ দিন যারা আমাদের জাতিকে উন্নতি বা পরিবর্তন করতে পারে। আমাদের সমস্ত জাতির জন্য উপকার বয়ে আনতে পারে। একজন গৃহশিক্ষক হিসেবে কাজ করা এই প্রতিভাগুলোর অপচয় নয় কি?’ 

আরেকজন লিখেছেন, ‘সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট গৃহশিক্ষক হিসেবে কাজ করছেন চাকরির বাজারে ব্যাপক প্রতিযোগিতা থাকায়।’

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, নানজিয়াংয়ের ২৯ বছর বয়সী ওই নারী গ্র্যাজুয়েট বিখ্যাত সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যায়টি গত বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের বিশ্বের ১৫ তম স্থান লাভ করে।

বয়সী চাকরিপ্রার্থী ওই নারী মান্দারিন ও ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারেন। তিনি দাবি করেন, সাংহাই ও আশেপাশের জিয়াংসু এবং জেজিয়াং প্রদেশের অনেক পরিবারের পছন্দসই খাবার খুব ভালো রান্না করতে পারেন তিনি। তিনি প্রতিমাসে ৩৫ হাজার ইউয়ান একটি চাকরি খুঁজছিলেন।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ওই হাউজকিপিং কোম্পানির ম্যানেজার বলেন, ‘তার মতো প্রতিভাবান প্রার্থী কমই আছে। কিন্তু তিনিই কেবল একজন নন। এ রকম অনেকের প্রতিভা রয়েছে। নামকরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা একজন আয়াও আছেন আমাদের।’

এ ছাড়া, একজন গৃহকর্মীর উচ্চ বেতনের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। এক ব্যক্তি লিখেন, ‘তিনি সাধারণ কোনো আয়া নন। তিনি মূলত একজনপ্রাইভেট শিক্ষক। তার বেতন কোনো সিনিয়র ম্যানেজারের থেকেও ভালো। তার প্রতি আমার হিংসা হয়।’

চীনের শিক্ষামন্ত্রণালয় বলেছে, গত পাঁচ বছরে ৪০ মিলিয়নের বেশি শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করেছেন দেশটির বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে। গ্র্যাজুয়েশনের ওপর ভিত্তি করে তাদের ৭৭ শতাংশ চাকরি পেয়েছেন।

কিন্তু চাকরি পাওয়া এসব গ্র্যাজুয়েটদের বেতন খুব বেশি নয়। বেইজিং ভিত্তিক একটি কনসালটেন্সির তথ্য অনুযায়ী, ২০১৮ ও ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের গড় মাসিক বেতন যথাক্রমে চার হাজার ৬২৪ ইউয়ান ও  ৫ হাজার ৪৪০ ইউয়ান।

এসি