ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলামতের খোঁজ করছে সিআইডি

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৭ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলামতের খোঁজ করছে সিআইডি। শুক্রবারও বাংলাদেশ ব্যাংক থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করেছে সংস্থাটির দুই তদন্ত কর্মকর্তা। তবে অর্থ চুরির রহস্য উদঘাটনে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রসহ চারদেশের সমন্বিত তদন্ত দরকার বলে মনে করছে সিআইডি। bb cidরিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থন্ত্রনালয়ের পাশাপাশি তদন্ত করছে পুলিশের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সিআইডি। দ্বিতীয় দিনের মতো সকালে কেন্দ্রীয় ব্যাংকে যায় সিআইডির ফরেনসিক দল। রিজার্ভ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যাকরুমে ঢুকে কয়েক ঘন্টা ধরে আলামত সংগ্রহ করে তারা। পরে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লা হেল বাকি জানান, তাদের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। সিআইডির ধারণা অভিনব এ চুরির পিছনে আন্তর্জাতিক অপারাধী চক্রই জড়িত। রহস্য উদঘাটনে তাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র-শ্রীলংকা ও ফিলিপাইনের সমন্বিত তদন্ত দরকার বলেই মনে করছে তারা। তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছে সিআইডি।