ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

জগন্নাথ জিউর মন্দিরে টিন প্রদান

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২ জুন ২০২১ বুধবার

টিন তুলে দিচ্ছেন ডা: সত্যকাম। ছবি: একুশে টেলিভিশন

টিন তুলে দিচ্ছেন ডা: সত্যকাম। ছবি: একুশে টেলিভিশন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাযর চৈত্রঘাটের বিষ্ণুপুরে জগন্নাথ জিউর মন্দিরে টিন প্রদান করলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার সত্যকাম চক্রবর্তী। 

বুধবার (২ জুন) সকালে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডে ডা: সত্যকাম চক্রবর্তীর কাছ থেকে টিন গ্রহণ করেন মন্দিরের সাধারণ সম্পাদক ও সেবায়েত নয়ন লাল দেব। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম প্রমুখ। 

মন্দিরের সেবায়েত নয়ন লাল দেব জানান, কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাটের বিষ্ণুপুর শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের নির্মাণ কাজ চলছে। ডা: সত্যকাম চক্রবর্তী তাদের ভোগ মন্দির ও সেবায়েতের ঘরের সমস্ত টিন দিয়ে সহায়তা করেছেন। এতে তাদের অনেক উপকার হয়েছে।

উল্লেখ্য, ডা: সত্যকাম চক্রবর্তী শ্রীমঙ্গল নির্মাই শিববাড়ী, জয়পুর শচী অঙ্গনসহ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করে আসছেন। 

এএইচ/