ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ক্লাব ইলেভেন এর উদ্যোগে সন্দ্বীপে ভলিবল খেলা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ পিএম, ২ জুন ২০২১ বুধবার | আপডেট: ১১:০৭ পিএম, ২ জুন ২০২১ বুধবার

ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট এর স্পন্সরে হারামিয়া ক্লাব ইলেভেন এর আয়োজনে সন্দ্বীপে ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুন) বুধবার বেলা ৩টায় মালেক মুন্সীর বাজারস্থ আবুল কাশেম হায়দার মহিলা কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় খন্তারহাট ভলিবল টিম ২-১ সেটে নওশাদ স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ার গৌরব অর্জন করে।

ভলিবল ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, ইয়ুথ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্টস এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আকবর হায়দার মুন্না।

এসময় আকবর হায়দার মুন্না বিজয়ীদের মাঝে পুরুস্কার বিরতণ করেন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে হাজারও দর্শক উপস্থিত ছিল। 

উল্লেখ্য, তিনি সন্দ্বীপে ক্রীড়ার পাশাপাশি তরুণদেরকে সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত রাখতে নানানভাবে অবদান রেখে যাচ্ছেন।