তিন দিনেও খোঁজ মেলেনি আইসিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:০৯ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার
তিন দিনেও খোঁজ মেলেনি আইসিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার। তাকে সুস্থভাবে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার স্ত্রী কামরুন্নাহার চৌধুরী। রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে অপহৃত হন জোহা।
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনার পর থেকে আইসিটি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নানা মন্তব্য করে আলোচনায় আসেন তানভীর হাসান জোহা। ঘটনাটি তদন্তের শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের অসাধু কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে কয়েকটি গণমাধ্যমে মন্তব্য করতে থাকেন এই বিশ্লেষক।
এরপর গেলো বুধবার রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে অজ্ঞাত লোকজন তাকে তুলে নিয়ে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীও বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে জানান, অর্থ চুরি নিয়ে বিভিন্ন মন্তব্য করার কারনে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
তানভীর হাসান জোহা অপহরনের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তার স্ত্রীর। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় কথা বলতে গিয়ে সরকারের সহায়তা চান তিনি।
তানভীর হাসান জোহা দেশের জন্যই সাইবার ক্রাইমে জড়িতদের সনাক্তের চেষ্টা করছিল বলেও দাবি তার পরিবারের।