ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে আম-বাণিজ্য বিবেচনায় লকডাউন শিথিল

ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৬ জুন ২০২১ রবিবার | আপডেট: ১০:১০ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরি ফল আম-বাণিজ্য বিবেচনা ও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় ‘বিশেষ লকডাউন’ শিথিল করেছে জেলা প্রশাসন। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ বিধিগুলো আগামি ১৬ জুন পর্যন্ত আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে। দেশের স্বাস্থ্যবিভাগের দেয়া শর্তের সঙ্গে আরও কয়েকটি শর্ত যোগ করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার গত ১৮ মে থেকে আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় প্রথম ধাপে  ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত  দ্বিতীয় ধাপে ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত বিশেষ লকডাউন আরোপ করা হয়েছিল। দুই ধাপে গত ১৪ দিনের কঠোর লকডাউনের কারণে সংক্রমণের হার নিম্নগামী হয়। এ জন্য জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান, আইনশৃংখলা বাহিনীর বিশেষ তৎপরতা, রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ বিধিনিষেধ কার্যকরে একাত্মতা বিশেষভাবে প্রশংসার দাবি রাখে।

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন কার্যকরে সহযোগিতার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, সোমবার বেলা ৩টায় কোর কমিটি, বেলা সাড়ে ৩টায় জেলা করোনা প্রতিরোধ কমিটি ও বেলা সাড়ে ৪টায় সব স্তরের জনপ্রতিনিনিধিদের নিয়ে মিটিং করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ৬ জুনের আরোপিত নির্দেশনার পাশাপাশি আমের বাজার, আমের মূল্য, আমচাষীদের বিষয়, জুন মাসের উন্নয়নমূলক কর্মকা- এবং সব মার্কেট সমিতির আবেদন বিবেচনা করে বিশেষ লকডাউন শিথিল করা হচ্ছে। তবে থাকছে কঠোর বিধিনিষেধ।

করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয় দাবি করে জেলা প্রশাসক বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা বজায় রাখা এবং আমের বাণিজ্য সচল রাখার পক্ষে মত দিয়েছেন করোনা প্রতিরোধ কমিটি।

এ প্রসঙ্গে আম সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন চলামান থাকলে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফল আমের বাণিজ্য বাধাগ্রস্ত হবে।  হাজার হাজার মানুষ জীবিকা হারাবে। ক্ষতিগ্রস্ত হবে দেড় হাজার কোটি টাকার আমের বাণিজ্য। জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছে।

যেসব বিধিনিষেধ থাকছে : সব ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত  খোলা রাখা যাবে। তবে ক্রেতা এবং বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সংশ্লিষ্ট মার্কেট কমিটি, সংশ্লিষ্ট দোকানের মালিক তার অংশে ওই শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করবেন। মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোন আরোহী যাতায়াত করতে পারবেন না। রিকশায় শুধুমাত্র একজন যাত্রী এবং ব্যাটারিচালিত অটোরিকশায় সর্বোচ্চ দুজন যাত্রী নিয়ে যাতায়াত করা যাবে। সব ধরনের সাপ্তাহিক হাট/বাজার আগামী ১৬ জনু পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিত্যপ্রযোজনীয় দ্রব্যাদি ও মনিহারি দোকানসমূহ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।  স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও পরিবহন চালু থাকবে। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় অবস্থিত বৃহত্তম আম বাজারসমূহ নিকটস্থ  স্টেডিয়াম/ কলেজ/ স্কুল মাঠে স্থানান্তর করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। খাবারের  দোকান ও হোটল-রেস্তরা সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে। খাবারের দোকান ও হোটেল- রেস্তরাসমূহে বসে খাবার খাওয়া যাবে না। সব আন্তঃজেলা গণপরিহন (আম পরিবহনকারী যানবহন ব্যতীত) চলাচল বন্ধ থাকবে। 

আম ব্যবসায়ীরা আম ক্রয়ের নিমিত্ত অন্যান্য জেলা থেকে এ জেলায় প্রবেশ করতে পারবেন। জেলার মধ্যে গণপরিবহনসমূহ আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবেন। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। কোন যাত্রী মাস্ক পরিহিত না থাকলে যাত্রীসহ সংশ্লিষ্ট চালক-হেলপার ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমার নামাজসহ প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সমসংখ্যক ব্যক্তি উপাসনা করতে পারবেন। কৃষিকাজ ও নির্মাণকাজের সাথে জড়িত শ্রমিকরা স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কৃষিকাজ নির্মাণকাজ চালাতে পারবেন। জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

আরকে//