বিজিএমইএ সভাপতির সাথে ইতালিয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৬ জুন ২০২১ রবিবার
ইতালি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। আজ ০৬ জুন ২০২১ বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসানের সাথে এক আলোচনা বৈঠকে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন বিশেষ করে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালন ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প যে অগ্রগতি অর্জন করেছে, তার প্রশংসা করেন। বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ইতালির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা সভায় বিজিএমইএ এর সহ-সভাপতি মোঃ শহীদউল্লাহ আজীম, সহ-সভাপতি মিরান আলী এবং সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
ছবিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশে নিযুক্ত ইতালি এর রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা’কে গাছ উপহার দিচ্ছেন। পাশে বিজিএমইএ এর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীকে দেখা যাচ্ছে।
আরকে//