ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মুসেত্তির কাছে হেরেও কোয়ার্টারে জোকোভিচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১ এএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তবে অখ্যাত ইটালির লরেঞ্জো মুসেত্তিকে হারাতে শুরুতে যথেষ্ট বেগ পেতে হলো বিশ্বের এক নম্বর বাছাই জোকোভিচকে। মুসেত্তি যে ছন্দে শুরু করেছিলেন, তাতে চোট না পেলে শেষ পর্যন্ত কী হত, তা বলা কঠিনই ছিল।

সোমবার (৭ জুন) চতুর্থ রাউন্ডে ১৯ বছরের মুসেত্তির বিরুদ্ধে প্রথম দুটি সেট টাই ব্রেকারে হেরে যান জোকোভিচ। শেষ পর্যন্ত জেতেন ৬-৭ (৭-৯), ৬-৭ (২-৭), ৬-১, ৬-০, ৪-০ সেটের ম্যারাথন গেমে।

চোটের জন্য পঞ্চম গেমের পর ম্যাচ ছেড়ে দেন মুসেত্তি। তিনি যখন কোর্ট ছেড়ে বেরিয়ে যান, তখন রোলাঁ গারোর ফিলিপ শাঁটিয়ের গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানায়। আর সেই কুর্নিশে নেতৃত্ব দেন স্বয়ং জোকোভিচই। তিনিও হাততালি দিয়ে শুভেচ্ছা জানান মুসেত্তিকে।

এদিকে, আগামীকাল ৯ জুন কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে খেলতে হবে আরেক ইটালীয় মাতেয়ো বেরেত্তিনির বিপক্ষে। চতুর্থ রাউন্ডে বেরেত্তিনির খেলা ছিল রজার ফেদেরারের সঙ্গে। কিন্তু ফেদেরার রোববারই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন চোটের কারণে।

এনএস/