অবৈধ ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেণু জব্দ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৭ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
পটুয়াখালীর মহিপুর থেকে অবৈধ ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেণু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। সাতক্ষীরা পাচারকালে এই রেণু পোনা জব্দ করা হয়।
সোমবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুরের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়। তবে অসাধু রেণু ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি কোস্টগার্ড।
পরে এসব জব্দকৃত চিংড়ি রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোষ্টগার্ডের সদস্যরা।
নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। অবৈধ চিংড়ি রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
এএইচ/