করোনা টেস্ট করাতে এসে মারা গেলেন আম্বিয়া
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
জ্বর, সর্দি ও কাশির মত করোনার উপসর্গ নিয়ে আজ বুধবার সকালে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আম্বিয়া বেগম (৪৫) নামে এক নারী। করোনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষণের জন্য এদিন তিনি রেজিষ্ট্রেশনও করেন। কিন্তু পরীক্ষণের আগেই তার মৃত্যু হয়।
বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের মহিলা ওয়ার্ডে আম্বিয়া বেগম মারা যান। কর্তব্যরত ডাঃ দেবপ্রত সাহা বিষয়টি নিশ্চিত করেন।
তবে আম্বিয়া বেগম করোনায় মারা গেলেন কিনা, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। যেহেতু টেস্ট করানোর আগেই মারা যান এই রোগী- যোগ করেন ডাঃ দেবপ্রত।
মৃত আম্বিয়া বেগম উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মোঃ জাহাঙ্গীর খাঁয়ের স্ত্রী বলে জানা গেছে।
আজ বুধবার মোংলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে নতুন করে অধিক কঠোরতর বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
এএইচ/