চ্যাম্পিয়ন্স ট্রফির মহা সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৪ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৪ জুন ২০১৭ বুধবার
চ্যাম্পিয়ন্স ট্রফির মহা সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। সেমিফাইনালের স্বপ্ন পূরনের পর এবার ফাইনালের যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি বাহিনী। আর গত আসরের চ্যাম্পিয়ন ভারত টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেনা।
আইসিসির কোন টুর্নামেন্টে প্রথমবারের মত সেমিফাইনালে উঠে কোটি সমর্থকের স্বপ্ন পূরনে করেছে বাংলাদেশ।তবে, এখানেই থামতে রাজি নয় মাশরাফির দল। ভারত বাঁধা ডিঙ্গিয়ে এবার ফাইনালে যাওয়ার ছক আঁকছেন সাকিব-তামিমরা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই মানছেন মাশরাফিরা ।স্বপ্ন পুরনের পথে আরো এক ধাপ আগাতে হলে যার যার কাজটা ঠিকঠাক করার উপর জোর দিলেন বাংলাদেশ অধিনায়ক । ভালো খবর হচ্ছে তামিম ছাড়াও ফর্মে আছেন, সাকিব-মাহমুদুল্লাহ। এ ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিংয়ে একটি পরিবর্তন হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরের ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ টাইগাররা।
এদিকে, গত আসরের চ্যাম্পিয়ন ভারতের শুরুটা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। মাঝে শ্রীলংকার বিপক্ষে হারলেও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুন জয়ে সেমিতে ওঠে কোহলির ভারত। এবার চোখ ফাইনালে। দলে আছে একাধিক বিশ্বসেরা ব্যাটসম্যান। নিজেদের দিনে দলপতি কোহলি ছাড়াও, অভিজ্ঞ ধোনী, ধাওয়ানরা যে কোন বোলিং তছনছ করে দিতে পারেন। তবে, সাম্প্রতিক বদলে যাওয়া বাংলাদেশকে সমীহ করছে ভারত।
ওয়ানডেতে এর আগে দুই দলের ৩২ মোকাবেলায় এগিয়ে ভারত। ভারতের ২৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেয়ে ৫টি ম্যাচে। একটি ম্যাচে কোন রেজাল্ট হয়নি।