পুঁজিবাজারে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৯ জুন ২০২১ বুধবার | আপডেট: ০৬:০০ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থানের পরের কার্যদিবস পুঁজিবাজারে সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। মাত্র তিন কার্যদিবসের ব্যবধানে আজ বুধবার (০৯ জুন) সেই লেনদেনকেও ছাড়িয়ে গেছে। আজ পুঁজিবাজারে ২৭ শত কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৭০০ কোটি ৫৫ টাকা টাকার লেনদেন হয়েছে। যা ১০ বছর ৬ মাস ৩ দিন বা ২ হাজার ৪৯৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৫.০৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৬.২৪ পয়েন্টে এবং ২ হাজার ২০২.৬২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির বা ৫৬.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৪টির বা ৩৩.৬০ শতাংশের এবং ৩৭টির বা ১০.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫১৫.৫৪ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮২টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরকে//