ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

মোংলায় করোনা পরীক্ষা করাতে এসে ২ জনের মৃত্যু

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

মোংলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে এসে তহুরুন্নেছা খুকি (৪২) ও মোঃ ইব্রাহিম (১৬) নামে দু’জন মারা গেছেন।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় আজ ১০ জুন ভোর ৬টা থেকে মোংলায় শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। চলবে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত। 

বুধবার (৯ জুন) রাতে মারা গেছেন খালেক (৬০) ও আসলাম (৪২) নামে দু’জন। আর করোনা পরীক্ষা করাতে এসে মারা যায় আম্বিয়া। তারা সকলেই করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেন হাসাপাতালের চিকিৎসক দেবপ্রসাদ সাহা।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে কঠোর বিধি নিষেধ মানতে দেখা যায়নি। নদী পারাপার ও যান চলাচল করছে, রয়েছে লোকসমাগমও। খোলা রয়েছে দোকানপাটও। নিত্য প্রয়োজনীয় মুদি, কাঁচা, মাছ ও মাংসের দোকান খোলাস্থানে নেয়ার নির্দেশনা থাকলেও তা রয়েছে আগের জায়গাতেই। সেখানে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের বালাই নেই। 

পৌর শহরের প্রবেশমুখগুলোতে পুলিশ-আনসার থাকলেও সেখান থেকে হরহামেশা বিভিন্ন ইউনিয়নের লোকজন ও যানবাহন চলাচল করছে। বন্দর এলাকায়ও বাসসহ বিভিন্ন যান চলাচল ও লোকসমাগমও দেখা গেছে। নিষেধাজ্ঞা থাকার পরও ভারতগামী নৌযানের স্টাফরা শহরে ঘুরাফেরা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বিধি নিষেধে লোকসমাগম ঠেকাতে আমরা সার্বক্ষণিক মাঠে আছি, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ইপিজেডের শ্রমিকদের নদী পারাপারের বিষয়টি জরুরি যান চলাচলে আওতাভুক্ত, তাই স্বল্প পরিসরে নৌ চলাচল করছে।

এমন পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ। 

এএইচ/