আজ দেয়া হচ্ছে ২৪ জুনের ট্রেনের টিকেট, কাউন্টার মাত্র একটি
প্রকাশিত : ১১:২৩ এএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৫ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার
ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকেট পেতে অনেকেই লাইনে দাঁড়িয়েছেন আগের দিন দুপুর থেকে। আজ চতুর্থ দিনে দেয়া হচ্ছে ২৪ জুনের টিকেট। কাংখিত টিকেট পেতে রাতভর অপেক্ষা কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ সারি মহিলাদেরও। তবে মাত্র একটি কাউন্টার থাকায় ক্ষুব্ধ তারা।
মধ্যরাতে কমলাপুর রেল স্টেশন। ঈদে ঘরে ফিরতে যাত্রীদের দীর্ঘ সাড়ি। এরই মধ্যে ক্লান্তিতে খানিটা ঘুম। খবরের কাগজে চোখ রেখে কিংবা আড্ডায় সময় কাটানো। দীর্ঘ অপেক্ষা ঈদে শেকড়ের কাছে ফেরার টিকেটের জন্য।
যাত্রীরা বলছেন, এবার টিকেট বিক্রি নিয়ে তেমন কোন অনিয়ম নেই। আইন-শৃংখলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মত।
কাংখিত টিকেটের জন্য নারীরাও অপেক্ষায় দুপুর অথবা বিকেল থেকে। কেউ কেউ ২৩ জুনের টিকেট না পেয়ে ২৪ তারিখের জন্য আবারো লাইনে দাঁড়িয়েছেন।
এদিকে সায়দাবাদের বাস কাউন্টারগুলোয় ভিন্ন চিত্র। অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও যাত্রী ভিড় নেই বললেই চলে।