ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

চট্টগ্রামের বহুল আলোচিত মহেশখালের উপর নির্মিত বাঁধ অপসারণ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৪ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামের বহুল আলোচিত মহেশখালের উপর নির্মিত বাঁধ অপসারণের পর নগরীর নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। তবে এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়াও। সংকট সমাধানে মাস্টারপ্ল্যান হালনাগাদ করার পাশাপাশি স্লুইচ গেট নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মাত্র কয়েক বছর আগেও মহেশখালে ছিল পানি প্রবাহ। আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর কয়েকটি এলাকাকে জোয়ারের জলাবদ্ধতা থেকে রক্ষা করতে মহেশখালের উপর নির্মাণ করা হয় অস্থায়ী বাঁধ। এর পর থেকেই জোয়ার-ভাটায় প্রবহমান খালটি গতি হারিয়ে ফেলে। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।
এ অবস্থায় বাঁধ অপসারণে আন্দোলন করে আসছিলেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে বাঁধ অপসারণের কাজ শুরু করে সিটি করপোরেশন।
বাঁধ অপসারনের পর থেকে নগরীর ছোটপুল, বড়পুল, সিডিএ আবাসিক এলাকা, বন্দর, মধ্যম হালিশহরসহ বিভিন্ন জলমগ্ন এলাকার পানি নামতে শুরু করে। এতে জলাবদ্ধতা দূর হবে আশা এলাকাবাসীর। তবে ভিন্নমতও আছে।
স্থায়ী সমাধানে ভরাট ও দখল হয়ে যাওয়া খাল খনন ও উদ্ধারসহ খালের মুখে স্লুইচ গেট নির্মাণের পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা।
মাস্টারপ্ল্যান যুগোপযোগী করে ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন নগরবাসী।