সেলস এক্সিকিউটিভ নিয়োগ দিবে ইস্টার্ন ব্যাংক
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৫ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার
ছবি: ইস্র্টান ব্যাংকের লোগো
ব্যাংকিং সেক্টরে সেলসে চাকরি করতে আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।
যোগ্যতা
ব্যবসায় শিক্ষা বা অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা বিবিএ, এমবিএ বা এমবিএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুনদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীদের ছয় মাসের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করার মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘[email protected]’। আবেদন করার সুযোগ থাকছে ১৭ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তুারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :