ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার উপদেষ্টাকে বিদায়ী সংবর্ধনা

সৌদি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৩ জুন ২০২১ রবিবার

ভালোবাসা ও চোখের জলে জেদ্দাপ্রবাসীরা বিদায় জানাল বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা জয়নাল হাওলাদারকে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে জেদ্দার বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১২ জুন) রাতে জেদ্দার কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসাইন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি জমসেদ, অর্থ সম্পাদক শাহ আলম সাফা ও আসলাম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক আমজাদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলোয়াত করেন আবুল কালাম। বক্তব্য রাখানে মাহবুব আলম সুমন, সাহেদ আজগর, দাদন ফকির, মোবারক হোসেন, মনির হোসেন, শাহদাত, শরিফুল ইসলাম, মুখলেছুর রহমান, ইসমাঈল মাসুদ, নয়ন খান, সিদ্দিক ও মোজাফর হোসেন প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধু পরিষদ ও জেদ্দার কমিউনিটির জন্য বিদায়ী অতিথির অবদান সম্পর্কে তুলে ধরেন। পরে সংগঠনের পক্ষ হতে অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

সবশেষে কুয়েতের সাবেক আমীর শেখ সাবাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

এএইচ/