মুজিবনগর সীমান্ত দিয়ে ৬ জনের অবৈধ প্রবেশ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৩ জুন ২০২১ রবিবার
মেহেরপুর মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৬ জন।
শনিবার (১২ জুন) রাতের সীমান্তের কাঁটাতারের গেট খুলে ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। তাদের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
প্রবেশকারীদের সূত্রে জানা গেছে, তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা খেটে তারা সাম্প্রতিক সময়ে মুক্তি পায়। পরে বিএসএফ তাদেরকে বহরমপুর কারা হেফজাতে রাখে। সুযোগ মতো শনিবার রাতের কোন এক সময় মুজিবনগর সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।
ওই ছয়জন রাতের আধারে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গিয়ে রাজশাহী গামী বাসে উঠে। বাসের চালক ও সুপারইভারজার বিষয়টি টের পেয়ে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে তাদেরক বাস থেকে নামিয়ে দেয়। পরে সেখান থেকে তারা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যায়।
বিজিবি-৬ অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান বলেন, বিষয়টি আমাদের অজানা। তবে আমরা তাদের নাম ঠিকানা সংগ্রহ করে খোঁজ নেব এবং সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করা হবে।
এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এএইচ/