আজ থেকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪২ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার
ঈদ উপলক্ষে বাস ও ট্রেনের পর আজ থেকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি। তবে প্রথম দিনেই শেষ হয়ে গেছে সব টিকেট। এদিকে কমলাপুর রেলস্টেশনে টিকেট পাওয়া নিয়ে ছিল যাত্রীদের নানা অভিযোগ। টিকেট না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। তবে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ তুলনামূলক কম।
ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনেই শেষ সব টিকেট। কেউ কেউ নির্দিষ্ট তারিখের টিকেট পেলেও, অনেকে আবার কাঙ্খিত টিকেট না পেয়ে ফিরছেন হতাশ হয়ে।
অগ্রিম টিকেটের জন্য কমলাপুরে রেলস্টেশনে বরাবরের মতই দীর্ঘলাইন। তবে কাংখিত টিকেট না পেয়ে একদিকে যেমন ক্ষোভ, অন্যদিকে অনেকের মুখেই টিকেট পাওয়ার তৃপ্তির হাসি।
এদিকে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, ঈদে বাড়ি ফেরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
অধিকাংশ টিকেট বিক্রি হয়ে যাওয়ায় বাস টার্মিনাগুলোতে যাত্রীদের চাপ তুলনামূলক কম ছিল।
এদিকে ডিএমপি কমিশনার গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে জানান, সবার ঈদ যাত্রা নিবিঘœ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।