ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইসরাইলের পরমাণু চুল্লিগুলোতে নজরদারির আহ্বান কাতারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

ইসরাইলের পরমাণু স্থাপনা

ইসরাইলের পরমাণু স্থাপনা

কাতার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেছে, ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি এবং পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করুন।

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি সুলতান বিন সালমিন আল-মানসুরি শনিবার আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকের দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান।

তিনি বলেন, ইসরাইলের পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এজন্য ইসরাইলের পরমাণু স্থাপনায় বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার নিশ্চিত করা দরকার।

আল-মানসুরির বরাত দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করার ক্ষেত্রে আইএইএ-কে সহযোগিতা করা ইসরাইলের জন্য অপরিহার্য, পাশাপাশি পরমাণু চুল্লিগুলো যাতে বিদেশী পর্যবেক্ষকরা পরিদর্শন করতে পারে তার ব্যবস্থা করতে হবে।

কাতারের বিরুদ্ধে ইসরাইলের পক্ষ থেকে কতগুলো অভিযোগ তোলার পর আল-মানসুরি এসব কথা বলেন। তিনি ইসরাইলি প্রতিনিধির প্রতি উসকানি সৃষ্টি এবং স্বেচ্ছায় সত্যকে মুছে ফেলা থেকে বিরত থাকতে এবং ইসরাইলের পরমাণু সক্ষমতার কথা ঢেকে রাখার চেষ্টা করা বন্ধের আহ্বান জানান কাতারি প্রতিনিধি।

তিনি আরো বলেন, কাতারসহ সমস্ত আরবদেশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি-তে সই করেছে এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার সমস্ত প্রস্তাবনা গ্রহণ করেছে কিন্তু ইসরাইল এর কিছুই করে নি। কাতারের প্রতিনিধি ফিলিস্তিনেরদের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনসহ বিভিন্ন সময়ের আগ্রাসন নিয়েও কথা বলেন।

এসি